বিদেশ
রাম রহিমের মহিলা হোস্টেল থেকে হার্ডডিস্ক উদ্ধার

দিল্লি: নিজের আশ্রমের দুই সাধ্বীকে ধর্ষণের অভিযোগে স্বঘোষিত ধর্মগুরু ডেরা সচ্চা সওদার প্রধান রাম রহিম এখন শ্রীঘরে। কিন্তু তার পরও খবরে উঠে আসছে ধর্ষক বাবার নাম। রাম রহিমের ডেরায় মহিলাদের হোস্টেল থেকে পাওয়া গেছে কয়েকটি পোড়া হার্ডডিস্ক। সেই হার্ডডিস্কগুলোই পরীক্ষা করে দেখার দায়িত্ব নিয়েছে এফবিআই।