বিদেশ
রাশিয়ায় শপিং সেন্টারে আগুন, নিহত ৩৭

মস্কো: সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর কেমারোভোর একটি শপিং সেন্টারে আগুন লেগে এখন পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেলে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ৪১ শিশুসহ অন্তত ৬৪ জন নিখোঁজ রয়েছে। এছাড়া যে ভবনটিতে আগুন লেগেছে তা ধ্বসে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।