খেলা
রিয়ালের জয় লেগানেসের বিপক্ষে

মাদ্রিদ: শনিবার রাতে লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে লেগানেসের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে গতবারের স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গ্যারেথ বেল ও বোর্হা মায়োরালের গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। লেগানেসের একমাত্র গোলটি করেন ব্রাসানাক।
বড় তারকাদের মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল করিম বেনজেমা ও গ্যারেথ বেল। তাদের চেষ্টাতেই অষ্টম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। বেনজিমার শট লেগানেসের রক্ষণে লেগে ওয়েলস ফরোয়ার্ডের সামনে পড়ে বল। অ্যাক্রোবেটিক ভলিতে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে লক্ষ্যভেদ করেন বেল।
ম্যাচের ২৫তম মিনিটে এলোমেলো ফুটবল খেলার পর ছন্দে ফিরে লেগানেস। দিয়েগো রিকোর ফ্রি কিকে গেররেরোর হেড একটুর জন্য লক্ষ্যে না থাকায় সমতা ফেরাতে পারেনি অতিথিরা।