বাণিজ্য বার্তা
রুবানা হক হতে যাচ্ছেন বিজিএমইএ’র প্রথম নারী প্রেসিডেন্ট!

তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রেসিডেন্ট পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হক। তার ছেলে নাভিদুল হক নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে বলেছেন, বিজিএমইএ’র প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তার মা। মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হকের হয়ে শনিবার (২ মার্চ) মনোনয়নপত্র জমা দেন তিনি।