বাণিজ্য বার্তা
রোটার্যাক্টর এডভোকেট হেদায়েত হোসেন তানবীর জেলা রোটার্যাক্ট প্রতিনিধি নির্বাচিত

রোটারী ক্লাব অব জালালাবাদের স্পন্সরিং রোটার্যাক্ট ক্লাব অব সিলেট লিডিং ইউনিভার্সিটির অতীত সভাপতি রোঃ এড. হেদায়েত হোসেন তানবীর রোটার্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর ২০২০-২১ রোটারী বর্ষের জেলা রোটার্যাক্ট প্রতিনিধি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
তিনি রোটার্যাক্ট মুভমেন্টে রোটার্যাক্ট ক্লাব অব সিলেট লিডিং ইউনিভার্সিটির মাধ্যমে তার যাত্রা শুরু করেন। পরবর্তীতে ক্লাব সভাপতি হিসেবে ক্লাবকে নেতৃত্ব প্রদান করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে রোটার্যাক্ট মুভমেন্টকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেন।
রোটার্যাক্ট আন্দোলনে তার অবদানের জন্যে তিনি ক্লাব ও জেলা থেকে বিভিন্ন সন্মাননা অর্জন করেছেন। সর্বশেষ তিনি রোটার্যাক্ট জেলা সংগঠনের এডিশনাল ডিস্ট্রিক্ট রোটার্যাক্ট রিপ্রেজেনটেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সেজন্যে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।