বাণিজ্য বার্তা
রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২০২০-২১ রোটা বর্ষের পূর্নাঙ্গ কমিটি গঠন

গত ২০ মার্চ ২০২০ শুক্রবার রোটারী আন্তর্জাতিক যুব সংগঠন রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর ২০২০-২১ রোটাবর্ষের সভাপতি ও সচিব নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে তারই ধারাবাহিকতায় রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর পূর্ণাঙ্গ বোর্ড গঠিত হয়। বোর্ডে রোঃ সুদীপ সরকার সভাপতি এবং রোঃ কুলদিপ মালাকার সচিব হিসেবে নির্বাচিত হন।
সভায় ক্লাব উপদেষ্টা ও ক্লাব প্রশিক্ষক হিসেবে মনোনীত হন যথাক্রমে অতীত সভাপতি রোঃ দেবান দত্ত ও রোঃ সৈকত পাল এবং ক্লাব প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হন প্রাক্তন সভাপতি রোঃ অনয় দেবনাথ ধ্রুব। রোঃ প্রশান্ত কুমার নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গঠিত কমিটি নিম্নরূপ: সদ্য বিদায়ী সভাপতি হিসেবে রোঃ প্রশান্ত কুমার সাহা (নিশান) দায়িত্ব পালন করবেন। সভাপতি: রোঃ সুদীপ সরকার , সহ-সভাপতি (১) রোঃ অনিক চৌধুরী ও সহ-সভাপতি (২) রোঃ বিশ্বজিৎ সাহা, সচিব- রোঃ কুলদিপ মালাকার, যুগ্ম সচিব (১) রোঃ খান আতাউর রহমান রিমন ও যুগ্ম সচিব (২) রোঃ সুমাইয়া আক্তার, কোষাধ্যক্ষ রোঃ অরিন্দম আচার্যী, ক্লাব সেবা পরিচালক রোঃ আফসানা আক্তার
পেশা উন্নয়ন পরিচালক রোঃ জয় সাহা, অর্থ বিষয়ক সেবা পরিচালক রোঃ জুবায়দুর রহমান, আন্তর্জাতিক সেবা পরিচালক রোঃ শিশির সাহা, সমাজসেবা পরিচালক রোঃ বৈশাখী পোদ্দার, চীফ সার্জেন্ট অ্যাট আর্মস্ রোঃ রূপক সাহা, সার্জেন্ট অ্যাট আর্মস্ (১) রোঃ নাভিনা ইসলাম, সার্জেন্ট অ্যাট আর্মস্ (২) রোঃ বর্না নন্দি ও সার্জেন্ট অ্যাট আর্মস্ (৩) রোঃ সীমান্ত সাহা মনোনীত হন। তাছাড়াও ক্লাবে সদস্য হিসেবে রয়েছে রোঃ তনজিল হাসান, রোঃ রানা দাস, রোঃ প্রথম সাহা।