ব্যবসা ও বাণিজ্য
‘রোমান হলিডে উইথ মাস্টারকার্ড’ বিজয়ী যারা

ঢাকা: মাস্টারকার্ড ‘রোমান হলিডে উইথ মাস্টারকার্ড’ শীর্ষক ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করেছে। রাজধানী ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী ব্যক্তির নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সৌভাগ্যবান সেরা বিজয়ী হলেন কল্পন এস হোসেন। পুরস্কার হিসেবে বিজয়ী ব্যক্তি কাপলসহ বিনা খরচে ইতালির রাজধানী রোম ভ্রমণের বিশাল পুরস্কার জিতে নিয়েছেন। অন্যান্য বিজয়ীরা বড় স্ক্রিন টিভি, ট্যাব, আইফোন ৭, হাতঘড়ি, ডিনার কুপন, গিফট ভাউচারসহ নানা ধরনের পুরস্কার পেয়েছেন।