বিনোদন
‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’এ ভূষিত আলমগীর

কলকাতা: বাংলাদেশের সিনেদুনিয়ায় তার অবদান অবিস্মরণীয়। তার গোটা জীবন চলচ্চিত্র দুনিয়াকে দেওয়ার জন্য, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় নায়ক-পরিচালক আলমগীরকে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’র সন্মানিত করা হয়েছে৷
মঙ্গলবার (০১ মে) সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানে আলমগীরের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অ্যাওয়ার্ড তুলে দেন অভিনেত্রী ঋতুপর্ণা ও শিল্পপতি সঞ্জয় বুধিয়া।
এই মঞ্চে সঞ্চালনা করছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল তথা সঞ্চালিকা ইরসাত জাহান পায়েল।
অভিনেতা আলমগীর হোসেন বলেন, আমি দু’টি কারণে গর্বিত। একটি হলো অভিনেতা রাজ্জাকের অ্যাওয়ার্ডটি পেয়ে আমি গর্বিত।
সত্তরের দশকের রূপোলি পর্দায় আলমগীরের অবদান চিরস্মরণীয়৷ বাংলা চলচ্চিত্র এক মুকুটহীন সম্রাট হিসেবে আজও তিনি দর্শকের মনের বিরাট জায়গা জুড়ে রয়েছেন৷ অভিনয় দক্ষতায় বারে বারে জাত চিনিয়েছেন নিজের৷ তাই আজ তিনি ৯ টি জাতীয় পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা৷ ‘মা ও ছেলে’, ‘পিতা মাতা সন্তান’, ‘অপেক্ষা’, ‘দেশপ্রেমিক’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলির মধ্যে অম্যতম৷ তাঁর ছবির সংখ্যা প্রায় ২৫০র ও বেশি৷
নতুন বার্তা/কেকে