প্রযুক্তি
‘লেটস লার্ন কোডিং’-এ ৪০ শতাংশ ছাড়

ঢাকা: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, ব্যাকেন্ড ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ও ইউআই/ইউএক্স ডিজাইন এবং সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স শেখাতে ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে কোডিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘লেটস লার্ন কোডিং (এলএলসি)’। ইংরেজি নতুন বছর উপলক্ষে এই অায়োজন বলে জানিয়েছেন এলএলসি’র কর্ণধার সুমন মোল্লা সেলিম।