খেলা
শক্তিশালী ভারতের মুখোমূখি আন্ডারডগ হংকং

ঢাকা: এশিয়া কাপে ভারত অন্যতম ফেভারিট দল। ভারত এশিয়া কাপ খেলতে গিয়েছে নিয়মিত অধিনায়ক ও দলের সেরা খেলোয়াড় বিরাট কোহলিকে ছাড়াই। তবে সুপার ফোরে উঠতে বেগ পেতে হবে না দলটিকে। তাদের গ্রুপে পাকিস্তান থাকলেও, তৃতীয় দলটি হংকং।
নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের মতো সহজ প্রতিপক্ষের বিপক্ষেই খেলবে রোহিত শর্মার দল। এই ম্যাচে প্রত্যাশিত জয় পেলে পরবর্তী ম্যাচটি অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারবে ভারত। কারণ গ্রুপপর্বে তাদের পরের ম্যাচ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে।
অন্যদিকে এবারের টুর্নামেন্টের একমাত্র আন্ডার ডগ দল হংকং।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচ টি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন, মাছরাঙা টেলিভিশন,বাংলাদেশ টেলিভিশন।