ঢাকা: দেশের সবচেয়ে স্বনামধন্য পারফরমেন্স আর্টিস্ট প্রিমা নাজিয়া আন্দালিব পারফর্ম করলেন, শহরনামা লাইভ আর্ট-এ। মাহবুবুর রহমানের সংকলনে সম্প্রতি চারুকলা ইনস্টিটিউটের সামনের পথে এই লাইভ আর্ট প্রদর্শিত হয়।