বিনোদন
শাওন আমার বাবার মেধাস্বত্বের একমাত্র উত্তরাধিকার না: নুহাশ

ঢাকা: হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন সিনেমা। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমার প্রযোজক জয়া আহসান। শুটিং শেষে সিনেমাটি যখন মুক্তির অপেক্ষায় তখনই এটি নিয়ে বির্তক ওঠে।