শিক্ষাঙ্গন
শাবিপ্রবি’র ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার

শাবি: ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দল এবং সংঘর্ষের জেরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং কক্সবাজার সরকারি কলেজ শাখার কার্যক্রম বন্ধ এবং অন্তত ১২ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তাদের মধ্যে দু’জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত