বিনোদন
শাহরুখকে উদ্ধার করলেন আমির

মুম্বাই: ম্যান্ডুলিন হাতে সরষে ক্ষেতে দাঁড়িয়ে রোম্যান্টিক কোনও প্রেমিক নয়। আবার মুম্বইয়ের ‘ডন’, তাও নয়। ছক ভেঙে নতুন অবতারে বলিউডের বাদশা। রোম্যান্টিক বয় প্লাস অ্যাকশন হিরোর ইমেজ ভেঙে এবার মহাকাশচারী কিং খান। তাই এবার আর শুধু স্ক্রিপ্ট পড়ে নয়। নিজেকে তৈরি করতে হবে রাকেশ শর্মা আদলে।
তাই ইতিমধ্যে জোরদার পড়াশোনা শুরু করেছেন শাহরুখ। আর একাধিক তথ্যের মাঝে ঘেঁটে ‘ঘ’ কিং খান। কোথা থেকে শুরু করবেন? কিছুই বুঝতে পারছেন না তিনি। অবশেষে নাজেহাল হয়ে বাবা র্যা ঞ্চর দাসের শরণাগত হয়েছেন তিনি। মিলেছে ফলও।
তৈরি হচ্ছে মহাকাশচারী রাকেশ শর্মার বায়োপিক। নাম ভূমিকায় শাহরুখ খান। ছবির নাম ‘স্যালুট’। যে সিনেমার জন্য রিসার্চ করতে গিয়ে বিভ্রান্ত এসআরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্ধু আমির। বলিঅন্দরের খবর, রাকেশ শর্মার চরিত্রে জন্য গবেষণা করছেন ডন। যে কাজের জন্য নায়ক সাহায্য চেয়েছেন আমিরের। আসলে বলিউডের সবাই জানে কোনও কিছু নিখুঁত ভাবে করতে মিস্টার পারফেকশনিস্টের জুড়ি মেলা ভার। তাই খেই হারিয়ে আমিরি সাহায্য নিচ্ছেন বাদশা।