বাণিজ্য বার্তা
শিশু বিকাশ কেন্দ্র স্কুল-কে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড-এর আর্থিক অনুদান প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসুচীর (সিএসআর) আওতায় ঢাকার রায়ের বাজারে অবস্থিত জন্টা ক্লাব ঢাকা পরিচালিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলকে আর্থিক অনুদান প্রদান করেছে। ১১সেপ্টেম্বর ২০১৮ইং তারিখে ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানে জন্টা ক্লাব ঢাকাএর প্রে সিডেন্ট খাদিজা আফজাল ও শিশু বিকাশ কেন্দ্র স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বিলকিস বারী এর নিকট আর্থিক অনুদানের চেক হস্থান্তর করেন মিডল্যান্ড ব্যাংক লিঃএর সম্মানিত ভাইস চেয়ারম্যান মিসেস নিলুফার জাফরউল্লাহ, এম.পি.। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃআহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম, ক্রেডিট রিক্স ম্যানেজমেন্ট ও সাসটেইনেবাল ফিনান্সিয়াল ইউনিটের প্রধান সামসুল আজম খান সহ ব্যাংকের অন্যান্য নির্বাহীবৃন্দ ।
১৯৮৯ সানে প্রতিষ্ঠিত শিশু বিকাশ কেন্দ্র স্কুলটিতে সমাজের দুস্থ, সুবিধা বঞ্চিত ১৬০ জন শিশু কিশোর কিশোরী শিক্ষার পাশাপাশি বয়ষ্ক মহিলাদের ও শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়ে থাকে। ব্যাংক, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ডে তার সম্পৃক্ততার অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতা কর্মসুচীর (সিএসআর) ২০১৮এর আওতায় প্রতিষ্ঠানটির ১৬০ জন শিক্ষার্থীর পূর্ণ এক বছরের সকালের নাস্তার খরচ বাবদ এই আর্থিক অনুদান প্রদান করে।