আর্টস
শিশু এবং আমরা

পৃথিবীর সবচেয়ে নোংরা রাজনীতি হলো পক্ষপাতিত্ব করা। সংসারের প্রধান যদি সবাইকে এক চোখে না দেখে পক্ষপাত করেন তখন কিন্তু আর তাঁর প্রতি শ্রদ্ধা আসে না। সংসার থেকেই বিভাজন শুরু হয় তাই ইচ্ছে করলেও ক্ষমতায় থাকলে আপনি স্বজনপ্রীতি করতে পারেন না, সেটা ঘর হোক আর প্রতিষ্ঠান হোক। ক্ষমতার অপব্যবহার সন্তানরা ঘর থেকেই শিখে।