জাতীয়
শীতের তীব্রতা আবারও বাড়ছে

ঢাকা: শীতের তীব্রতা আবারও বেড়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বিরাজ করছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।
শনিবার আবহাওয়াবিদ আব্দুর রহমানের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থায়(বাসস) প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
এদিন আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় ও উত্তরপশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্য অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
গত ২৫ জানুয়ারি দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস (কুড়িগ্রামের রাজারহাটে)। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দুই দিনের ব্যবধানে শনিবার (২৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা কমে হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস(শ্রীমঙ্গলে)। শনিবার ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে হলে বলে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস বা এর নিচে হলে তাকে বলে তীব্র শৈত্যপ্রবাহ।
নতুন বার্তা/এমআর