দৈনিক ভালো খবর
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা শুরু

‘পুড়ে যাওয়া রোগীদের জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট দেশের চিকিৎসা সেবায় একটি মাইলফলক। দেশে বছরে প্রায় ৬ লাখ মানুষ বিভিন্ন ভাবে পুড়ে গিয়ে আহত হন, যাদের মধ্যে বেশিরভাগই দরিদ্র। তাদের সামর্থ্য হয় না বেসরকারি হাসপাতালে গিয়ে এই খরচ বহন করার। এই ইনস্টিটিউটে পোড়া রোগীদের চিকিৎসা সেবায় যেমন অগ্রগতি হবে তেমনি শিক্ষা ও গবেষণাতেও এটি মাইলফলক হিসেবে উদাহরণ তৈরি করবে।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা সেবার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সংশ্লিষ্টরা।
এর আগে, সকাল সাড়ে ১১টায় ১৮ তলার এই ইনস্টিটিউটের কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক। তিনি ইনস্টিটিউটের নিচতলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ম্যুরালে ফুল দিয়ে এবং ফিতা কেটে হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় মন্ত্রী চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন।
চিকিৎসকরা জানান, আপাতত বর্হিবিভাগ চিকিৎসা সেবা দিয়ে হাসপাতালটির রোগীদের সেবা দেওয়া শুরু হবে। আগামী মাস থেকে রোগীদের ভর্তি নেওয়া হতে পারে।