রাজধানী
সংসদ সদস্যের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক ছাড়ল ব্যবসায়ীরা

ঢাকা: স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপসের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে নিউ মার্কেটের ব্যবসায়ীরা। প্রায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয়েছে যান চলাচল।
এরআগে, রাজধানীর নিউমার্কেটের পুরাতন একতলা ভবনটির উপর মালিক সমিতির নতুন করে দোতলা নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে দিনভর রাস্তা অবরোধ করে রাখেন রাজধানীর নিউ মার্কেটের ব্যবসায়ীরা।
সোমবার বেলা ১২টার দিকে নীলক্ষেত মোড়ে কয়েক’শ ব্যবসায়ী জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন। এতে ব্যস্ত ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে নিউ মার্কেটের একতলা ভবনকে দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে ব্যবসায়ীরা। তাদের দাবি, এই ভবন দোতলা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয়ে যাবে।
এই মার্কেটের একটি দীর্ঘ ঐতিহ্য আছে উল্লেখ করে তারা বলছেন, এভাবে মার্কেট ভবনের পরিবর্তন আনলে এর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে।
নতুন বার্তা/কেকে