দৈনিক ভালো খবর
সরকারি হাসপাতালে ডেঙ্গুর সব টেস্ট ফ্রি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি-এর নির্দেশনায় রাজধানীর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে দেশের সকল বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট টেস্টগুলোর নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। একই সাথে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ সংশ্লিষ্ট সব টেস্ট ফ্রি ঘোষণা করা হয়েছে।
সভায় ডেঙ্গু জ্বরের বর্তমান পরিস্থিতি নিয়ে বিষদ আলোচনা করা হয়। বিশ্বের অন্যান্য দেশে ডেঙ্গু জ্বরের কারণে রোগীর মৃত্যু সংখ্যা অনেক বেশি হলেও বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে ডেঙ্গু জ্বরের মৃত্যুর হার ততটা ভয়াবহ নয় বলে আলোচকগণ জানান। এ বিষয়ে ভবিষ্যতে আরো সমন্বিত চিকিৎসা প্রয়োজন রয়েছে বলেও আলোচকগণ উল্লেখ করেন। রাজধানীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবেলায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টারগুলোর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে ‘ডেঙ্গু রোগ নির্ণয় ও চিকিৎসা সংক্রান্ত সভায় রোগ নির্ণয়ের জন্য সরকারিভাবে নতুনভাবে মূল্য নির্ধারণ করা হয়।