বাণিজ্য বার্তা
সহজ এর ভেরিফায়েড পেজ হ্যাকড নাকি স্ট্যান্ট?

নিজেদের দেশের নাম্বার ১ সুপার অ্যাপ দাবি করা সহজ এর ভেরিফায়েড ফেসবুক পেইজ হ্যাক হয়েছে নাকি মার্কেটিং স্ট্যান্ট করা হচ্ছে এ নিয়ে আলোচনা হচ্ছে ব্যবহারকারীদের মধ্যে!
গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় হুট করেই সহজের ভেরিফায়েড ফেসবুক পেইজের প্রোফাইল পিকচার পরিবর্তন হয়ে একজনের হাতে অনেক টাকা-এমন এক ছবি দেওয়া হয় আর ক্যাপশনে লেখা হয় লাখ টাকার ফ্রেপ(মজা)! পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি পেইজের কভার ফটো গায়েব হয়ে যায় সাথে স্ট্যাটাস দেয়া হয় ‘লাখ টাকা ছাড়া পেজ ছাড়ুম না!
মুহুর্তেই ভাইরাল হওয়া স্ট্যাটাসে অনেকেই ধারণা প্রকাশ করেন হ্যাকড হয়েছে সহজের পেইজ! তবে অনেকে কমেন্ট করেন এটি সহজের কোন মার্কেটিং স্ট্যান্টও হতে পারে! এমন মার্কেটিং স্ট্যান্ট হলে আসলেই অন্যরকম অ্যাপ্রোচ নিচ্ছে সহজ। এ ব্যাপারে সহজের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, তারা বিষয়টি দেখছেন এবং শীঘ্রই অফিশিয়ালভাবে এ ব্যাপারে আপডেট জানাবেন!