বিনোদন
সোনাছাড়া অচেনা বাপ্পি!

কলকাতা: চোখে চশমা। গলায় সুর। সদাহাস্যময় মুখ। আর, অতি অবশ্যই গলায় ভরি-ভরি সোনার হার। সঙ্গীত ব্যক্তিত্ব বাপ্পি লাহিড়ীর ইমেজের সঙ্গে তাঁর অলঙ্কার-আসক্তিকে বাদ দেওয়া কি সম্ভব?
ভাল করে ভেবে দেখুন, চোখ বন্ধ করে বাপ্পি লাহিড়ীর নাম উচ্চারণ করলেই চোখের সামনে কি ভেসে ওঠে না সোনালি অলঙ্কারের বিচ্ছুরণ? কিন্তু সম্প্রতি ‘বাপ্পিদা’র যে ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সেখানে একেবারে অন্য রূপে ধরা পড়েছেন জনপ্রিয় গায়ক ও সুরকার।
সোনার প্রতি বাপ্পি লাহিড়ির আসক্তি সর্বজনবিদিত। ২০১৪ সালে শ্রীরামপুর থেকে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিজেপির টিকিট পেয়েছিলেন বাপ্পি। সেই সময় নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছিলেন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে! এমন ‘সোনা-পাগল’ মানুষকে দেখা গেল সোনা ছাড়া!
কেন এমন বদল? কেন গয়না খুলে ফেলেছেন বাপ্পি লাহিড়ী? আপাতত এই আলোচনাতেই মগ্ন তাঁর ভক্তরা। যদিও এখনও জানা যায়নি, কেন গয়নাবিহীন বাপ্পি লাহিড়ী মত্ত হলেন সঙ্গীতচর্চায়।
ভিডিওয় দেখা যাচ্ছে, ‘বাপ্পিদা’ গেয়ে চলেছেন একটাই লাইন— ‘সোনা কাঁহা হ্যায়?’
কোথায় গেল বাপ্পি লাহিড়ীর সোনা? ভক্তদের জল্পনা কিন্তু তুঙ্গে।
নতুন বার্তা/কেকে