রাজনীতি
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

ঢাকা: জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষাপটে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি জানান, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা হবে। বিএনপির একটি সূত্র জানায়, রায় দেওয়াকে কেন্দ্র করে দলের কৌশল নির্ধারণ করতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
এর আগে ১৪ জানুয়ারি সবশেষ জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া।
নতুন বার্তা/কেকে