ব্যবসা ও বাণিজ্য
স্প্রাইটের ‘আন্ডার দ্য ক্রাউন ক্যাম্পেইন’

ঢাকা: কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড এই গ্রীষ্মে স্প্রাইটের ভোক্তাদের জন্য নিয়ে এসেছে নতুন ও আকর্ষণীয় ‘আন্ডার দ্য ক্রাউন ক্যাম্পেইন’। গরম ও আর্দ্র গ্রীষ্মকালে বাংলাদেশের ভোক্তাদের জন্য সতেজ লেমন স্বাদের কোমলপানীয় স্প্রাইট পান করে প্রতি ঘন্টায় নতুন নতুন নকিয়া ফোন জেতার সুযোগ এসেছে এবার।