জাতীয়স্বাস্থ্যহোমপেজ স্লাইড ছবি
স্বাস্থ্যকর্মীদের প্রতি বিষোদগার বন্ধ করুন

আমার প্রশ্ন, ডাক্তাররা মাঠে না থাকলে করোনা আক্রান্তদের চিকিৎসা কে দিচ্ছেন? আইইডিসিআর যে বলছে ৩৩ জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছে তাদের চিকিৎসা কে করেছে? তবে ব্যতিক্রম আছে, সেটাকে কোনভাবে সরলীকরণ করা যাবে না!
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা কোভিড-১৯ এর চিকিৎসা দিতে গিয়ে ফেস শিল্ড এর সংকটে পড়েন। তবে তাঁরা চিকিৎসা দেয়া থামিয়ে রাখেননি, নিজেরাই চকবাজার থেকে পলিথিন কিনে এনে নিজেরাই ৭০০ ফেস শিল্ড বানিয়ে প্রটেকশন তৈরি করে চিকিৎসা সেবা দেয়া শুরু করেছেন। জানেন – করোনা যুদ্ধে গতকাল সেলিম আকন্দ একজন ডিপ্লোমা স্বাস্থ্যকর্মী মারা গিয়েছেন! গত মাসের ২৪ তারিখ পর্যন্ত ১০দিন নারায়ণগঞ্জ জেনারেলে হসপিটালে প্রবাস ফেরতদের জন্য যে করোনা ইউনিট করা হয়েছল সেই করোনা ইউনিটে ডিউটিরত অবস্থায় ছিলেন তিনি!
দয়া করে এই সময়টাতে অতীতের মতন স্বাস্থ্যকর্মীদের প্রতি বিষোদগার ও অবজ্ঞা বন্ধ রাখুন। মনে রাখবেন- সামনের ভয়াবহ দিনগুলোতে এরাই একমাত্র আপনাদের সহায়।