দৈনিক ভালো খবর
স্যানিটারি ন্যাপকিনের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানির ওপর থেকে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
এই প্রজ্ঞাপন অনুযায়ী এ বছর স্যানিটারি ন্যাপকিনে-প্যাডে নতুন করে কোনও ভ্যাট আরোপ করা হচ্ছে না। গত বছরের ১৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে।
প্রসঙ্গত, এ বছর স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে ৪০ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর সঙ্গে আগের মূল্য সংযোজন কর ১৫ শতাংশ রয়েছে। প্যাড তৈরির কাঁচামালের ওপর আরও রয়েছে কাস্টমস ডিউটি, অগ্রিম আয়কর, রেগুলেটরি ডিউটি। এসব কারণে স্যানিটারি ন্যাপকিনের দাম পড়ে ১২০-১৬০ টাকা, যা সচ্ছল পরিবারের কাছে স্বাভাবিক হলেও অসচ্ছল পরিবারের কাছে বেশ কষ্টকর।