দৈনিক ভালো খবর
হিজড়া সম্প্রদায়ের নাম উঠছে ভোটার তালিকায়

ভোটার তালিকার হালনাগাদে হিজড়া সম্প্রদায় ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছে। এ জন্য ভোটার নিবন্ধন ফরমের (ফরম-২) প্রয়োজনীয় সংশোধনী চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের সময় হিজড়া লিঙ্গও বিবেচনায় নেওয়া হচ্ছে। চাইলে হিজড়ারা স্বেচ্ছায় পুরুষ বা নারী হিসেবেও ভোটার তালিকায় নাম লেখাতে পারবেন। নির্বাচন কমিশন সূত্রে এ সব তথ্য জানা গেছে।
এর আগে গত বছরে ১০ জুলাই নির্বাচন কমিশনের ৩২তম সভায় ভোটার তালিকায় হিজড়া জনগোষ্ঠীর ‘হিজড়া লিঙ্গ’ হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির ডেটাবেইজের সফটওয়ার সংশোধন করে এরই মধ্যে ‘তৃতীয় লিঙ্গ’ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গেছে।