ক্রিকেট
হেলমেট খুলে স্ট্যাম্পে, আউট হলেন ব্যাটসম্যান

অকল্যান্ড: যেভাবে আউট হলেন তা কোনওদিন ভুলতে পারবেন না মার্ক চ্যাপম্যান।
অকল্যান্ডে অস্ট্রেলিয়া–নিউজিল্যান্ড টি ২০ ম্যাচে কিউয়ি ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান অদ্ভুতভাবে আউট হয়ে গেলেন। নিউজিল্যান্ড ইনিংসের ১৮ তম ওভারের ঘটনা।
বল করছিলেন অসি পেসার বিলি স্ট্যানলেক। ওভারের শেষ বলটা সরাসরি গিয়ে লাগে চ্যাপম্যানের হেলমেটে। বলে জোর এতটাই ছিল যে হেলমেট ছিটকে পড়ে যায়। এবং তা গিয়ে লাগে সোজা স্ট্যাম্পে। অগত্যা আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় চ্যাপম্যানকে।
যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এইভাবে আগেও আউট হয়েছেন একাধিক ব্যাটসম্যান। যে তালিকায় নাম রয়েছে আরেক কিউয়ি ব্যাটসম্যান অ্যাডাম পারোরের। ব্রেট লি–র বলে একইভাবে আউট হয়েছিলেন পারোরে।
ওয়েস্ট ইন্ডিজের ডোয়েন ব্রাভোর বলও সরাসরি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের হেলমেটে লেগেছিল। যা গিয়ে ধাক্কা খেয়েছিল স্ট্যাম্পে।
নতুন বার্তা/এমআর