দৈনিক ভালো খবর
নির্মিত হচ্ছে ৩০১ শয্যাবিশিষ্ট করোনা-হাসপাতাল

দেশের একটি হাসপাতাল এটি, বিদেশের নয়; করোনার জন্য জরুরী ভিত্তিতে নির্মিত! চীনের উহান শহরে জরুরী ভিত্তিতে নির্মিত লাইশেনশান হাসপাতালের কথা মনে আছে! করোনার জন্য তারা অল্প কয়েকদিনের মধ্যে সেই হাসপাতালটি তৈরি করেছিল! প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য চীনের উহান শহরে জরুরি ভিত্তিতে নির্মিত লেইশেনশান হাসপাতালের মতো দেশেও এমন হাসপাতাল তৈরি হচ্ছে। তবে এটি সরকারি নয়, ব্যক্তি উদ্যোগে করা হচ্ছে।
রাজধানীর তেজগাঁওয়ে অস্থায়ী এ হাসপাতালটি তৈরি করছেন দেশের অন্যতম শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন। তিনি নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘা জমিতে উহানের লেইশেনশান হাসপাতালের মতো করে করোনা চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন। আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালটির নির্মাণ শেষ হবে। সেই সঙ্গে পরবর্তী এক সপ্তাহের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বসানো হবে। এরপর বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হবে। বশির উদ্দিনকে এ কাজে সহায়তা দিচ্ছেন দুজন স্বনামধন্য অভিজ্ঞ চিকিৎসক। জনাব বশির উদ্দিন হাসপাতাল তৈরি করছেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য, তাও সেটা বিনামূল্যে !! স্থিরচিত্রের আদলেই তৈরি হচ্ছে তেঁজগাও-গুলশান লিংক রোডের শান্তা টাওয়ারের পেছনে ৩০১ শয্যাবিশিষ্ট আমাদের করোনা-হাসপাতাল!



