বাণিজ্য বার্তা
কোবেলকো এক্সকেভেটর এখন বাংলাদেশে!

বাংলাদেশের বাজারে কৃষি যন্ত্রপাতির বৃহত্তম পরিবেশক এসিআই মটরস আনুষ্ঠানিকভাবে কোবেলকো এক্সকেভেটর বিক্রি ও বিক্রয়োত্তর সেবা প্রদান শুরু করলো।
এসিআই মটরস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ড. এফ. এইচ আনসারী এবং কোবেলকো কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নাকাগাওয়া কোজি ২৩ অক্টোরবর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এসিআই মটরস এর নির্বাহী পরিচালক জনাব সুব্রত রঞ্জন দাস, কোবেলকোর উপদেষ্টা (ভারত ও দক্ষিণ এশিয়া) জনাব বিক্রম শর্মা, হেড অব সেলস এন্ড মার্কেটিং জনাব রাজেস কাপুর সহ দুটি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্চ প্রযুক্তির, দীর্ঘস্থায়ী এবং উচ্চ কার্যকারিতা সম্মন্ন ভারতের কোবেলকো এক্সকেভেটর নং-১ ব্র্যান্ড। জাপানের নির্মাণ কাজে ব্যবহৃত হয় এমন যন্ত্রাংশ প্রস্তুতকারক (কেসিএম) কোম্পানী কোবেলকোর একটি সহযোগী প্রতিষ্ঠান কেসিইআই, যা সারা বিশ্বের এক্সকেভেটর প্রস্তুতকারী প্রথমসারির ৪টি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম।