বাণিজ্য বার্তা
‘SQ Cables ক্রিকেট গুরু’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশের অন্যতম শীর্ষ ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান SQ Cables এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ তাদের ফেসবুক পেজে আয়োজন করেছিল ‘SQ Cables ক্রিকেট গুরু’ কন্টেস্টের। এই কন্টেস্টে অংশ নেয় কয়েক হাজার বাংলাদেশী ক্রিকেট ফ্যান। তাঁদের মধ্যে থেকে লটারীর মাধ্যমে বেছে নেওয়া হয় পাঁচ জন ভাগ্যবান বিজয়ী। আজ SQ Cables এর কর্পোরেট অফিসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, SQ Cables এর সম্মানিত ডিরেক্টর জনাব মোহাম্মদ মঞ্জুরুল কাদের (মার্কেটিং এন্ড অপারেশন্স), ডিরেক্টর (ফাইন্যান্স) জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, ডিরেক্টর (এইচ আর) জনাব জে এইচ আইয়ুব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জিএম আব্দুল্লাহ আল মাসুম, ডিজিএম কায়সার আনজুম, ব্র্যান্ড এবং কমিউনিকেশন্স জনাব সোহেল হোসাইন, সিনিয়র এক্সিটিউভ তানজির সোহরাব, এক্সিকিউটিভ ইমরান হোসাইন SQ cables এর ক্রিয়েটিভ পার্টনার পিংক ক্রিয়েটিভের শামসুল আরেফিন সহ বিজয়ীরা।