ব্যবসা ও বাণিজ্য
চরফ্যাশনে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করল পরিবেশ উন্নয়ন ফোরাম

পরিবেশ উন্নয়ন ফোরাম, দুলারহাট থানা, চরফ্যাশন, ভোলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১। আজ সকাল ১০ টায় স্থানীয় দুলারহাট হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করেন পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর মাননীয় নির্বাহী পরিচালক জনাব কামাল উদ্দিন ও দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মোরাদ হোসেন।
ভোলা জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সাহাবুদ্দীন, পরিবেশ উন্নয়ন ফোরাম দুলারহাট থানা শাখার সভাপতি জনাব আব্দুল হক হাজী, সাধারন সম্পাদক প্রভাষক নূর নবী দুলাল, এফডিএ-এসইপি প্রকল্পের ফোকাল পার্সন শংকর দেবনাথ ও এফডিএ-এসইপি প্রকল্পের ব্যবস্থাপক মোঃ হারুনুর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পরিবেশ উন্নয়ন ফোরাম, দুলারহাট থানা কার্যালয় হতে এলাকার মানুষের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
“পৃথিবীব্যাপী নির্বিচারে বৃক্ষ নিধন ও কার্বন নিঃসণের ফলে বৈস্মিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ফলে আমাদের দেশের মত ভাটি অঞ্চলের দেশগুলো রয়েছে অধিক হুমকির মুখে। পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় একদিকে যেমন আমাদের ঋতু গুলোতে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি, তেমনি অনেক বেশি ঝড়-ঝঞ্ঝা-প্লাবনের শিকার হচ্ছি। একমাত্র গাছ পারে আমাদের এই বিশ্বকে শান্ত রাখতে। তাই আমাদের সামনে গাছ রোপণের কোন বিকল্প নেই” বলেন, পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) এর মাননীয় নির্বাহী পরিচালক জনাব কামাল উদ্দিন।
এসময় দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ মোরাদ হোসেন বলেন, “আমাদের দেশে ২৫ ভাগ বনভুমি থাকা বাঞ্ছনীয়, কিন্ত আমাদের মোটঁ বনভুমির পরিমান শতকরা ১৬ ভাগেরও কম। আমাদের দেশকে সুস্থ্য রাখতে হলে দেশকে সবুজ রাখতেই হবে। সুতরাং বৃক্ষরোপণের কোন বিকল্প আমাদের সামনে নেই”।
উল্লেখ্য, “পরিবেশ উন্নয়ন ফোরাম” পরিবেশের ভারসাম্য রক্ষায় পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এবং পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) কর্তৃক বাস্তবায়িত সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি)এর একটি উদ্যোগ।



