ক্রিকেটখেলাচলতি হাওয়াট্রেন্ডিং খবরহোমপেজ স্লাইড ছবি
বহু প্রাপ্তির লংকা বধ এবং সুপার লীগে শীর্ষে বাংলাদেশ

জুবায়ের আহমেদ ১) মুশফিকের সেঞ্চুরীতে শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সেই সাথে ৫ জয় নিয়ে ইংল্যান্ডকে হটিয়ে আইসিসি ওয়ানডে সুপার লীগে উঠে এসেছে প্রথম স্থানে। শ্রীলংকার বিপক্ষে একের পর এক সিরিজ পরাজয় ও হোয়াইটওয়াশের লজ্জা ছাপিয়ে অবশেষে সিরিজ জয় স্বস্তির বৃষ্টি হয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেটে।
২) আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশ তলানীতে থেকে শেষ করলেও ওয়ানডের চিত্রটা ভিন্ন। বাংলাদেশের অবস্থান এখন এক নাম্বারে। এ অবস্থান ধরে রাখা যাবে না, তলানীতে চলে যেতে হবে বিদেশে খেলতে গেলে বিষয়টা এমনও নয়। কারন সবগুলো দলই হোম এন্ড এওয়ে ভিত্তিতে খেলে এবং স্বাভাবিক ভাবেই ঘরের মাঠে ভালো খেলে বেশি, যারা শেষ পর্যন্ত ঘরের পাশাপাশি বাহিরেও মোটামুটি ভালো খেলবে তারাই শীর্ষে থেকে সুপার লীগ শেষ করতে পারবে। ঘরের মাঠের সিরিজগুলো জিততে পারলেও ভালো অবস্থানে থাকবে বাংলাদেশ। সুপার লীগের পয়েন্ট টেবিলে ৮ নাম্বারে থেকে শেষ করলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ।
২০২৩ বিশ্বকাপে ভারত স্বাগতিক হওয়ায় ভারত সরাসরি অংশগ্রহণ করবে বিশ্বকাপে। সুপার লীগ থেকে সরাসরি বেছে নেয়া হবে আরো ৭ দলকে অর্থাৎ ৮ দল বিশ্বকাপ নিশ্চিত করবে সুপার লীগ থেকে। বিশ্বকাপ ১০ দলের হওয়ায় অপর ২ দল সুযোগ পাবে সুপার লীগের বাহিরে আলাদা আয়োজিত বাছাই পর্ব থেকে। সুপার লীগ থেকে বাদ যাওয়া দলগুলোও সুযোগ পাবে বাছাই পর্বে।
৩) চলতি সিরিজে মুশফিকের জন্যও অপেক্ষা করছে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করার হাতছানি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে ৩০ ম্যাচে ১ সেঞ্চুরী ও ৪ ফিফটিতে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৭৮৩ রান নিয়ে সিরিজ শুরু করেছিলেন মুশফিক। পরপর দুই ম্যাচে ৮৪ ও ১২৫ রানের ইনিংস খেলে মুশফিকের রান সংখ্যা এখন ৩৩ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে ৯৯২। আগামী ম্যাচে ৮ রান করলেই শ্রীলংকার বিপক্ষে হাজার রান পূর্ণ হবে মুশফিকের। দুই দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ১২০৬ রান সাঙ্গাকারার। ১০৩০ রান জয়াসুরিয়ার। মুশফিকের সামনে দুজনকে ছাড়িয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ আছে। আগামী ম্যাচেই ছাড়িয়ে যেতে পারেন জয়সুরিয়াকে।
সবশেষে বড় বিষয় হতে পারে শ্রীলংকাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করা। তৃতীয় ম্যাচ অফিসিয়ালি আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য শ্রীলংকার বিপক্ষে একাধিকবার হোয়াইটওয়াশ হওয়ার জবাব দেয়ার ম্যাচ এটি। আশা করি তামিম এন্ড কোং নিরাশ করবেন না।



