দৈনিক ভালো খবর
পাসওয়ার্ড চুরি হলে পরিবর্তনের পরামর্শ দেবে গুগল

পাসওয়ার্ড চুরি হয়ে থাকলে তা পরিবর্তনের পরামর্শ দেবে এমন নতুন টু্ল উন্মোচন করেছে গুগল।
প্রতিষ্ঠানের ক্রোম ব্রাউজারের ‘প্লাগ-ইন’ হিসেবে আনা হয়েছে ‘পাসওয়ার্ড চেকআপ’ নামের টুলটি। প্লাগ-ইন ইনস্টল করা থাকলে কখন গ্রাহকের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার তা জানানো হবে বলে প্রতিবেদনে জানিয়েছে সিএনবিসি।
গুগলের পক্ষ থেকে বলা হয়, “আমরা যদি শনাক্ত করতে পারি কোনো সাইটে আপনি যে ইউজারনেইম ও পাসওয়ার্ড ব্যবহার করছেন, তা আমাদের জানামতে চুরি যাওয়া চারশ’ কোটি পাসওয়ার্ডের মধ্যে রয়েছে তবে স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেওয়া হবে।”



