
মৃন্ময়ী মোহনা: ঈদ মানেই আনন্দ, আর আনন্দ মানেই নতুন নতুন জামাকাপড়। আর এই নিত্য নতুন ডিজাইন আর রঙের জামাকাপড়ের চাহিদা মেটাতে আছে নানা ফ্যাশন হাউজ। এবারের ইদেও তার ব্যতিক্রম নয়।
আড়ং: আড়ং এর পোশাক সবসময়ই বৈচিত্র্যময়। এবারের ঈদেও তার ব্যতিক্রম নয়। সুতি কাপড়ের পাশাপাশি সিল্ক, মসলিন কাপড়ও ব্যবহার করা হয়েছে। সব’চে বেশি ডিজাইনের বৈচিত্র্য দেখা গেছে Taaga-র কালেকশনে। আড়ং-এ বিকাশে টাকা পরিশোধ করলে রয়েছে ক্যাশব্যাক। এছাড়া কার্ডহোল্ডারদের জন্যও রয়েছে নানা অফার।
দেশাল: এবার দেশালে সবচেয়ে বৈচিত্র্য চোখে পড়েছে লম্বা-খাটো-মাঝারি টপ বা ওয়ান পিসে। এছাড়া সালওয়ার কামিজের ডিজাইনে আনা হয়েছে ভিন্নতা। ছেলেদের পাঞ্জাবিতে এসেছে রঙের বৈচিত্র্য।
ইয়ালো: এবার ইয়ালোর ঈদের ট্যাগলাইন- Together_is_better ! এবার ঈদে পরিবারের সব সদস্য পড়তে পারে, এমনভাবেই ডিজাইন করা হয়েছে পোশাকগুলো। গরমের দিকে খেয়াল রেখে কাপড়ের ক্ষেত্রে সুতি কাপড়ে জোর দেওয়া হয়েছে।
এক্সটেসি: এবার এই ফ্যাশন হাউজের ট্যাগলাইন – Play_is_ecstasy এই ফ্যাশন হাউজের বিভিন্ন কার্ডহোল্ডারদের জন্য রয়েছে ১৫-৩০% ছাড়। এবারে মেয়েদের পোশাকে গরমে আরামদায়ক কাপড়ের ব্যবহার চোখে পড়ে। এছাড়া ছেলেদের পোশাকে বিশেষ করে পাঞ্জাবির ডিজাইনে রয়েছে ভিন্নতা।
লা রিভ: এবার এদের ট্যাগলাইন wear_your_dreams এবার ইদে লা রিভের বিশেষ আকর্ষণ জামদানি প্রিন্টের জামা এবং পাঞ্জাবী। এছাড়া অন্যান্য পোশাকে প্রিন্ট কাপড়ের ব্যবহার উল্লেখযোগ্য। তাই দেরি না করে ঢুঁ মেরে আসুন পছন্দের ব্র্যান্ডের শোরুমে!